ফুলবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সভাপতি নাজিম, সা. সম্পাদক কাইয়ুম

ফুলবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সভাপতি নাজিম, সা. সম্পাদক কাইয়ুম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভিত শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়তে দিনাজপুরের ফুলবাড়ীতে ত্রি-বার্ষিক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মÐলকে সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, সহ সভাপতি প্রভাষক মাসুমা পারভীন বেবি, সদস্য প্রভাষক আফরোজ জাহান সেতু, সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সদস্য অ্যাড. জাকারিয়া হোসেন, সদস্য শিক্ষক ফিরদুস আলম ও সদস্য ক্রীড়া শিক্ষক হারুন উর রশিদ।
 উল্লেখ্য, ০০.০১.০০০০.৭৭১.৯৯.০১০.১৯-৪০(১৯) স্মারকে গত ১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর বিভাগীয় পরিচালক মো. আব্দুল করিম ত্রি-বার্ষিক এই কমিটির অনুমোদন প্রদান করেন। 
 

আরও পড়ুন

×