ইছামতি মাতৃমন্দিরে মধুকৃঞ্চা ত্রয়োদশী তিথী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্টান ,ধর্মালোচনার আয়োজন

ইছামতি মাতৃমন্দিরে মধুকৃঞ্চা ত্রয়োদশী তিথী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্টান ,ধর্মালোচনার আয়োজন

রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন ইছামতি মাতৃমন্দিরে মধুকৃঞ্চা ত্রয়োদশী তিথী উপলক্ষ্যে বারুনীস্নানে সবাই আমন্ত্রিত ।

আগামী ২১ ও ২২ মার্চ ২০২০ ইং  রোজ শনি ও রবি বার রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন ইছামতি মাতৃমন্দিরে প্রতিবছরের ন্যায় এইবার ও মধুকৃঞ্চা ত্রয়োদশী তিথী মহা বারুনী স্নান উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্টান ,ধর্মালোচনা এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে ।

আগামী ২১ মার্চ শনিবার বিকেল ৩ ঘটিকায় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টান এবং  ধর্মালোচনা ,মহানামযজ্ঞের শুভ অধিবাস ।

২২ মার্চ রবিবার অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ,শ্রী শ্রী ইছামতি মায়ের পূজা এবং  বারুনীস্নান । ২ দিনব্যাপী অনুষ্টানমালায় উপস্থিত থেকে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহন এবং নামসুধা আস্বাধন করার জন্য সকলের প্রতি নিমন্ত্রন জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ ।

আরও পড়ুন

×