প্রকাশিত: 05/03/2020
রাঙ্গুনিয়ায় ১২ মার্চ যুগাচার্য স্বামীজীর ১৫৭ তম জম্মউৎসবে সবাই আমন্ত্রিত ।
যুগাচার্য স্বামী বিবেকানন্দজীর আদর্শে গড়া সংগঠন রাঙ্গুনিয়াস্থ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যেগে আগামী ১২ মার্চ রোজ বৃহস্পতিবার স্বামীজীর ১৫৭ তম জন্মবর্ষ উপলক্ষ্যে জন্মউৎসব উদযাপনের আয়োজন করেছেন ।
রাঙ্গুনিয়াস্থ শান্তিনিকেতন রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে যুগাচার্য স্বামীজীর জন্মউৎসব উদযাপিত হবে ।
আগামী ১২ মার্চ স্বামীজীর জন্মউৎসবে ধর্মালোচনা সভায় চট্টগ্রাম রামকৃৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজজী সহ দেশবরেন্য আলোচক বৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞ্যাপন করেছেন ।
সারাদিন ব্যাপী অনুষ্টান মালার মধ্যে বন্যাঢ্য শোভাযাত্রা ,প্রার্থনা সংগীত ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ,ধর্মালোচনা সভা ,শিক্ষা উপকরন বিতরন এবং প্রসাদ বিতরন অনুষ্টিত হবে ।
সারাদিন ব্যাপী অনুষ্টান মালায় সকলে সবান্ধবে উপস্থিত থেকে উৎসবকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি আকুল আমন্ত্রন জানিয়েছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ,রাঙ্গুনিয়া উপজেলা শাখা ।