আগামী ৩০ ও ৩১ মার্চ শান্তিনিকেতন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের অষ্টপ্রহর ব্যাপী মহোৎস

আগামী ৩০ ও ৩১ মার্চ শান্তিনিকেতন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের অষ্টপ্রহর ব্যাপী মহোৎস

সনাতনী সমাজের জাগানিয়া সন্যাসী শ্রীমৎ স্বামী চিন্তাহরন পুরী মহারাজ প্রতিষ্টিত শান্তিনিকেতন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩০ ও ৩১ মার্চ রোজ সোমবার ও মঙ্গল বার বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে ।

আগামী ৩০ মার্চ রোজ সোমবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ,অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন চট্টলার খ্যাতিমান শিল্পী শ্রী নরেন চক্রবর্তী ও নিশী চক্রবর্তী ।

মহতি ধর্মসভায় আল আইন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শ্রী শিবু দত্ত মহোদয় সহ দেশবরেন্য আলোচকবৃন্দ এবং সাধু সন্তজীবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞ্যাপন করেছেন ।

৩১ মার্চ রোজ মঙ্গলবার অষ্টপ্রহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞে নামসুধা পরিবেশনায় থাকবেন প্রভু নিত্যানন্দ সম্প্রদায় ভোলা ,শ্রীরাম সংঘ ,রাঙ্গুনিয়া ,শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় যশোর ,শ্রীকৃষ্ণ উদয়ন সম্প্রদায় রাঙ্গুনিয়া ।

দুইদিন ব্যাপী মহোৎসবে আপনারা সবান্ধবে উপস্থিত থেকে মহোৎসবকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি আকুল আমন্ত্রন জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ ।

আরও পড়ুন

×