প্রকাশিত: 07/03/2020
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর উদ্যেগে বার্ষিক গীতা বিষয়ক পরীক্ষা সারাদেশ ব্যাপী অনুষ্টিত হয়েছে ৬ মার্চ রোজ শুক্রবার।
সেই ধারাবাহিকতায় বাগীশিক উত্তর জেলা সংসদের আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলা সংসদের আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলার সাহাব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খিলমোগল ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ ছাত্র ছাত্রীর অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্টিত হয় ।
সাহাব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খিলমোগল ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ৫নং পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহেদুর রহমান ,৫নং পারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াজ তালুকদার ,বাগীশিক উত্তর জেলা সংসদের প্রতিনিধি শ্রী সুভাষ ধর ,রাঙ্গুনিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী ত্রিদীপ সাহা ,বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সহ সভাপতি এবং শ্রী সুপায়ন সুশীল !কেন্দ্র সচিব শ্রী সুনীল শ্যাম ,কেন্দ্র উপ সচিব শ্রী রুবেল চক্রবর্তী ।
কেন্দ্র নিয়ন্ত্রক এবং বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সাধারন সম্পাদক শ্রী মিল্টন চক্রবর্তী টিপু ,কেন্দ্র উপ নিয়ন্ত্রক শ্রী পঙ্কজ মালাকার ,৫নং পারুয়ার ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শ্রীমতি জয়শ্রী মল্লিক ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহীম খলিল ,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল হাশেম ।
সন্মানিত পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলী ফোরামের সাধারন সম্পাদক শ্রী অভি দাশ ,শ্রী মুন্না চৌধুরী ,শ্রী অমর নন্দী ,শ্রী সুরঞ্জন চৌধুরী ,শ্রী রুবেল আচার্য্য ,শ্রী সুবল দে ,নিশা শীল ,শ্রী ছোটন দেবনাথ ,পরী রানী মালাকার ,শ্রী তাপস শীল ,শ্রী প্রনীল মালাকার নাছের উদ্দিন তালুকদার প্রমুখ ।
বিভিন্ন গীতা বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাগীশিকের গীতা পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান বাগীশিক উপজেলা সংসদের সাধারন সম্পাদক শ্রী মিল্টন কুমার চক্রবর্তী টিপু মহোদয় ।