উত্তর রাঙ্গুনিয়া প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব উদযাপিত

উত্তর রাঙ্গুনিয়া প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব উদযাপিত

আপূরয়মান বৈশিষ্ট্যপালী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২ তম আবির্ভাব বর্ষ স্মরন ও উত্তর রাঙ্গুনিয়া সৎসঙ্গ শাখার ২২ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে ইষ্টপূজা ,দীক্ষাদান ,লীলাকীর্তন ,মনোজ্ঞ ধর্মীয় সংগীতাঞ্জলী ও মহতি ধর্মীয় সন্মেলন গত ৬ ও ৭ মার্চ রোজ শুক্রবার ও শনিবার বিপুল ভক্তের সমাগমে উদযাপিত হয়েছে !

৬ মার্চ সারাদিন ব্যাপী আয়োজনের মধ্যে ইষ্টপূজা ,দীক্ষাদান ,লীলাকীর্তন অনুষ্টিত হয় ,লীলাকীর্তন করেন বিশিষ্ট পাল্টা কীর্তনীয়া শ্রী প্রবোধ বসাক !পরে মনোজ্ঞ ধর্মীয় সংগীতাঞ্জলী অনুষ্টিত হয় !

রাত ৮ ঘটিকার সময় মহতি ধর্মীয় সন্মেলন শুভারম্ভ হয় !রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার অমূল্য বসাক মহোদয়ের সভাপতিত্বে লোককবি বাবুল বিশ্বাস মহোদয়ের সঞ্চালনায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দপুরী মহারাজ ,প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ প্রচার সম্পাদক লায়ন শ্রী অনিমেষ রায় চৌধুরী ,প্রধান আলোচক ছিলেন বাঙ্গাল হালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ ,মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের উপদেষ্টা শ্রী রাজীব কুমার সিংহ ,সহ প্রতি ঋত্বিক শ্রী তপন চক্রবর্তী মহোদয় !আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিভুতি ভুষন সেন ,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীযুব লীগের যুগ্ন সম্পাদক শ্রী সুবল শীল ,শ্রী প্রবীর মহাজন ,উত্তর সাবেক রাঙ্গুনিয়া সৎসঙ্গ শাখার সন্মানিত সভাপতি শ্রী বিশ্বজিত দে মহোদয় ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ রাঙ্গুনিয়া শাখার সভাপতি ডাঃ শ্রী নিপল পাল ,শ্রী শ্রীকান্ত চৌধুরী ,রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী অশ্রু চক্রবর্তী ,মাষ্টার রতন কান্তি পাল ,শ্রী টিটু চক্রবর্তী শিক্ষক ,চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী দোলন দাশ ,শ্রী নিহার কান্তি দে ,শ্রী অপুর্ব মন্ডল প্রমুখ!

ধর্মীয় সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উত্তর রাঙ্গুনিয়া সৎসঙ্গ শাখার সভাপতি ,বাংলাদেশ সনাতনী সমাজ কল্যান পরিষদের প্রতিষ্টাতা সম্পাদক ,বাংলাদেশ হিন্দু মহাজোট .রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ডাঃএস কে বল (শুভ ) !

শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর রাঙ্গুনিয়া সৎসঙ্গ শাখার সন্মানিত সাধারন সম্পাদক বিশিষ্ট জ্যোতিষী পন্ডিত শ্রী লিটন আচার্য্য !

পবিত্র শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন শ্রী সুখেশ কান্তি সেন মহোদয় !

৭ মার্চ শনিবার ব্রাক্ষ্মমুহুর্তে নামযজ্ঞের শুভারম্ভ হয় !নামসুধা পরিবেশনায় ছিলেন  শ্রী শ্রী আনন্দময়ী সম্প্রদায় খুলনা ,শ্রী শ্রী কৃষ্ণ উদয়ন সম্প্রদায় রাঙ্গুনিয়া ,শ্রী শ্রী জয়গুরু সম্প্রদায় সিলেট ,শ্রী শ্রী মোহন লাল সম্প্রদায় কুমিল্লা !

২দিন ব্যাপী উৎসবে বিপুল ভক্তের সমাগম হয় এবং  সকলে আনন্দ বাজারে মহাপ্রসাদ গ্রহন করেন !

আরও পড়ুন

×