স্বনির্ভর রাঙ্গুনিয়ার আন্ন সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরন !

প্রকাশিত: 07/03/2020

srikanto chowdhury

স্বনির্ভর রাঙ্গুনিয়ার আন্ন সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরন !

রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান মোস্তফা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (৬ মার্চ) বিকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা ইকবাল টিপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন।

সংবর্ধিত অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর উল্লাহ, রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, ইউপি সদস্য তাপস চক্রবত্তী লাভলু , খুরশিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন আন্ন সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, মাহবুবুল হক , সিরাজুল ইসলাম, আবুল হোসেন, মো. ইউনুছ, মাওলানা আনোয়ারুল আজিম, আবু বক্কর, মো. রব্বানী প্রমুখ।

আরও পড়ুন

×