ফুলবাড়ী কয়লাখনি নিয়ে এশিয়া এনার্জির ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে ফুলবাড়ীতে প্রতিবাদ সভা

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে এশিয়া এনার্জির ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে ফুলবাড়ীতে প্রতিবাদ সভা

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়ন নিয়ে এশিয়া এনার্জির  (গেøাবাল কোল ম্যানেজমেন্ট-জিসিএম) ষড়যন্ত্র প্রতিহত করাসহ ৮ দফা দাবিতে গতকাল সোমবার প্রতিবাদ করেছে ফুলবাড়ী শাখা বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ।
    সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী শাখা বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতুর সভাপতিত্বে স্থানীয় নিমতলা মোড় নামক স্থানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি ও কৃষক খেতমজুর সমিতির সভাপতি আখতার আজিজ, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়, ফুলবাড়ী শাখার সভাপতি রাসেল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির প্রমুখ।
    দাবিগুলোর মধ্যে রয়েছে, ফুলবাড়ী কলয়াখনি বিরোধী ৬ দফা সমঝোতা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আন্দোলনকারী নেতাকর্মীদের নামে এশিয়া এনার্জির দায়েরকৃত দুইটি মামলা প্রত্যাহার করা, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা, বিনামূল্যে কৃষকদেরকে সার, সেচ, বিদ্যুৎ, বীজসহ কৃষি উপকরণ সরবরাহ করা, হাটবাজারে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাইকেল, ভ্যান স্ট্যান্ড ও টয়লেট সুবিধা নিশ্চিত করা, প্রতিটি ইউনিয়নে সরকারীভাবে ধানসহ কৃষি পণ্য ক্রয় কেন্দ্র চালু করা, চাল-ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণসহ স্বল্পমূল্যে রেশনের ব্যবস্থা করা, সুদমুক্ত কৃষিঋণ চালু করা এবং ঋণের নামে এনজিও এবং মহাজনী শোষণ বন্ধ করা এবং অর্পিত সম্পত্তি আইনের ক ও খ তফসিলভুক্ত জমি অবমুক্ত নিয়ে হয়রানী বন্ধ করা। 
 

আরও পড়ুন

×