করোনাভাইরাস প্রতিরোধে ফুলবাড়ীতে সচেতনতামূলক সভা

করোনাভাইরাস প্রতিরোধে ফুলবাড়ীতে সচেতনতামূলক সভা

সংক্রামক ব্যাধি করোনাভাইরাস আক্রান্তের তালিকায় বাংলাদেশ যুক্ত হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১২টায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইসার প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনাভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আসগর কামাল সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মÐল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
    এতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে একইভাবে এনজিও, আইন শৃঙ্খলা, মানবপাচার ও বাল্যবিবাহী বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইসার প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকাসহ প্রতিরোধের পন্থাগুলো অবলম্বন করতে হবে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনাভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আসগর কামাল সিদ্দিকী বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে জরুরী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা জরুরী নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে।
    থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কোথাও কোন জনসমাবেশের অনুমতি দেওয়া হবে না।
 

আরও পড়ুন

×