ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন

প্রকাশিত: 09/03/2020

আতিকুর রহমান টুটুল

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন

জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। পুলিশের জনবল বৃদ্ধি করার ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদান করেন। এসময় সংসদ সদস্য আব্দুল হাই, শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

×