প্রকাশিত: 09/03/2020
জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। পুলিশের জনবল বৃদ্ধি করার ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদান করেন। এসময় সংসদ সদস্য আব্দুল হাই, শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।