পরমতীর্থ হিমাইতপুর ধামের দোল উৎসবে রাধা নামে মাতোয়ারা লাখো ভক্ত !!

পরমতীর্থ হিমাইতপুর ধামের দোল উৎসবে রাধা নামে মাতোয়ারা লাখো ভক্ত !!

পাবনার হিমাইতপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব মেতে উঠেছে। এর আগে রবিবার (০৮ মার্চ) রাতে প্রধান অতিথি হিসেবে তিনদিনের মহোৎসবের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকারসহ আরও অনেকে।

তিনদিনব্যাপী মহোৎসবে রয়েছে সমবেত প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, ভক্তিমূলক গান, ধর্মালোচনা, রামায়ণগান, কিশোরমেলা, গীতি আলেখ্য, মাতৃসম্মেলন, কুইজ প্রতিযোগিতা, যুব সম্মেলন, সাংস্কৃতিক সন্ধ্যা, বাউল সঙ্গীতসহ নানা আচার অনুষ্ঠান।

রবিবার সকালে উৎসবের দ্বিতীয় দিনে ঠাকুরের ভক্ত অনুসারীরা সমবেত প্রার্থনায় মিলিত হয়। পরে সৎসঙ্গ আশ্রমে জাতীয় এবং সৎসঙ্গের পতাকা উত্তোলন করে। মেতে উঠে দেশ বিদেশ থেকে আগত ভক্তবৃন্দসহ অতিথিরা হলিখেলায়। একে অপরেকে আবির মেখে হাসি খেলায় মেতে উঠে। বেলা ১১ টায় সৎসঙ্গ আশ্রম থেকে একটি বর্ণাঢ্য দোল যাত্রা বের করা হয়। দোলযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এদিকে উৎসবকে সামনে রেখে ঠাকুর অনুকুলচন্দ্র আশ্রমকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বসেছে মেলার বাহারি দোকানপাট। বাংলাদেশ ছাড়াও ভারত থেকে হাজারো ভক্ত অনুসারীরা উৎসবে যোগ দিয়েছেন। তিনদিনের উৎসব শেষ হবে মঙ্গলবার।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোন ধরণের অপ্রীতিকর পরিবেশ বা নাশকতা প্রতিহত করতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন !

এবারের দোল উৎসবে শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয়ের উপস্থিতিতে উৎসব অঙ্গন তথা পরমতীর্থকে আরো মহিমান্বিত করেছেন !

আরও পড়ুন

×