প্রকাশিত: 10/03/2020
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কিÐার গার্টেন স্কুল ফুলকুঁড়ি বিদ্যানিকেত স্কুলে গতকাল মঙ্গলবার অভিভাবক সামবেশ, বার্ষিক প্রতিযোগিতা ও কৃষি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ প্রবিণ শিক্ষক মজিবর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সোহারব হোসেন। এতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, সদস্য নূর আলম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
পরে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।