প্রকাশিত: 10/03/2020
“দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। মঙ্গলবার (১০-মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ওই চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন চন্দ্র রায়, বে-সরকারী সংস্থা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাবু পুরান চন্দ্র বর্মন প্রমখ। বক্তারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে নানাবিদ সতর্কতা অবলম্বনের কথা বলেন। শেষে উপস্থিত এলাকার সাধারণ জনগণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামনে দুর্যোগ মোকাবেলা ও অগ্নিকান্ড নিবারক বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশদ আলোচনা তুলে ধরেন ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর লিডার আবু বক্কর সিদ্দিক।