প্রকাশিত: 11/03/2020
ঝিনাইদহে ইতালী থেকে ফেরা দম্পতি নিয়ে হুলস্থুল অতপর ১৪ দিনের কোয়ারেন্টাইনে এমন সংবাদ প্রকাশিত হবারপর ঝিনাইদহের শৈলকুপাতে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ও অবৈধ ওষুধ মজুদ রাখায় অভিযান চালিয়ে চার দোকানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন ফার্মেসিকে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার বলেন, করোনা ভাইরাস কেন্দ্র করে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম অধিক বাড়িয়েছে ব্যবসায়ীরা। এতে জনগণের মধ্যে আতংক তৈরি হয়েছে। সেই কথা শুনার পরই জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালানো হয়। িিতনি আরোও বলেন ‘আমরা মাস্কের অধিক মূল্য দেখতে পাই। যখন ক্রেতা হিসেবে সেখানে যাই দেখি স্বল্পমূল্যের প্রত্যেকটা মাস্ক বেশি টাকা দরে বিক্রি করছে। তাই ভোক্তা অধিকার আইনে চার দোকানীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।