প্রকাশিত: 11/03/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ধর্মীয় প্রধানদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত করোনা বিষয়ক সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ইসলামী ফাউন্ডেশন ফুলবাড়ীর ফিল্ড সুপারভাইজার মো. শামসুদ্দোহা, শিক্ষক ও ইমাম মো. ফরহাদ হোসেন, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত, চম্পা রাইস মিল কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, ইমাম মো. শামীম আহম্মেদ, রিপন গুহ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।