প্রকাশিত: 11/03/2020
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের প্রস্তুতি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসগর কামাল সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, হিসাব রক্ষণ কর্মকর্তা ফাতেমা জোহরা, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজনু শাহ, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মÐল, তথ্য কর্মকর্তা রোকসানা পারভীন, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, শিক্ষক কায়ছার আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।
একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।