কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত চিকিৎসক ওয়ালীউদ্দীন মাসুদ সংবর্ধিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত চিকিৎসক ওয়ালীউদ্দীন মাসুদ সংবর্ধিত

লক্ষ্মীপুরস্থ কমলনগর উপজেলার স্বেচ্ছাসেবি সংগঠন সেবা ফাউন্ডেশনের উদ্দ্যোগে গত ১১র্মাচ বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবাগত ডাঃ ওয়ালীউদ্দীন মাসুদ (এম বি বিএস,বিসিএস স্বাস্থ্য) কে সংগঠনের সদস্যরা ফুল দিয়ে বরণ করেনেন ।

এসময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল করিম ,সিনিয়র সভাপতি তৈবুর রহমান, সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন ,যুগ্ম সাধারন সম্পাদক গিয়াস মাহমুদ, ক্রীড়া সম্পাদক মোঃইউছুফ আলী,উপদেষ্ঠা সদস্য মাঈনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং রক্ত বিষয়ক উপ সম্পাদক শান্ত মাহমুদ সহ প্রমূখ। ডাঃ ওয়ালীউদ্দীন মাসুদ বলেন, আমি এই এলাকার সন্তান , সংগঠনের সকল কাজে আমার সহযোগিতা থাকবে।

স্বেচ্ছায় রক্ত দান একটি মহত কাজ ,রক্ত দানের মাঝে মানবিক গুনাবলীর প্রকাশ পায়। আমি আশা করব এই সংগঠনের মাধ্যমে কমলনগর বাসি উপকৃত হবে।

আরও পড়ুন

×