প্রকাশিত: 12/03/2020
করোনা ভাইরাসের কারনে ১৩ মার্চ বিকাল ৫টার পর থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশের ওপর নিষেধাঞা জারি করেছে ভারত সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাঞা বলবৎ থাকবে বলে এক আদেশে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে আজ সকালে প্রায় ৫ থেকে ৬ হাজার বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। যারা ভারতে অবস্থান করছেন তারা যে কোন সময় বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে ঐ আদেশে বলা হয়েছে।
তিনি আরো বলেন,আগামীকাল শুক্রবার বিকাল ৫টার থেকে কোন পাসপোর্ট যাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না।গত ১৭ জানুয়ারী থেকে এ পর্যন্ত প্রায় দুই লক্ষ ষাট হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারোর দেহে এখনও পর্যন্ত করোনা ভাইরাস সনাক্ত হয়নি। এসময় জ্বর ও সর্দি কাশির প্রকোপ থাকায় প্রায় ৩৫ জন ভারতীয ট্রাকের ড্রাইভার ও হেলপার কে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন। অপর দিকে দেড় মাস আগে চীন,সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড,কোরিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমনের কারনে ৫০ জন বাংলাদেশী যাত্রীকে ভারতে ঢুকতে দেয়নি ভারতের প্রেটাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ । বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, পার্সপোট যাত্রীদের ব্যাপারে নিষেধাঞা থাকলেও আদানি রফতানি বাণিজ্য সচল থাকবে। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দ’ুদেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য চালু রয়েছে। প্রতিদিন ৪/৫’শ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্য প্রবেশ করে। অপরদিকে প্রতিদিন প্রায় ৩’শ বাংলাদেশী পন্যবাহী ট্রাক ভারতের প্রেটাপোল বন্দরে যায় । বেনাপোল বন্দরে করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।