কক্সবাজার উত্তর , বন বিভাগের বিশেষ অভিযানে ২ লক্ষ টাকার  অবৈধ কাট জব্দ

প্রকাশিত: 13/03/2020

আমান উল্লাহ

কক্সবাজার উত্তর , বন বিভাগের বিশেষ অভিযানে ২ লক্ষ টাকার  অবৈধ কাট জব্দ

কক্সবাজার উত্তর , বন বিভাগের বিশেষ অভিযানে ২ লক্ষ টাকার  অবৈধ কাট জব্দ ----

নেতৃত্বে ছিলেন সাহসী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা ইলাহী। 

কক্সবাজার উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক  ও বাকঁখালী রেঞ্জের কর্মকর্তা একেএম আতা এলাহির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে,, রামু উপজেলা সদরের নিকটবর্তী এলাকায় ১৩ মার্চ  ২০২০/ (শুক্রবার) ভোররাত থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ টহলদল

জব্দকৃত কাটের বিবরণ,

৩৬ টি অবৈধ গর্জন  ও তেলসুর লম্বা তক্তা পাচারকালীন সময় জব্দ করা হয়। 

সেই সাথে ২টি স-মিলে অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার আর এফ সেগুন বল্লীসহ ৫০ঘনফুট বিবিধ গোলকাঠ জব্দ করা হয়।

জব্দকৃত বনজদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। 

বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ও শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক  জানান, কাঠ চোরাকারবারিদের বিরুদ্ধে  অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মামলার পক্রিয়া চলছে ।আমরা কাঠ চোরাকারবারিদের প্রতিরোধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে বাঁকখালীর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা ইলাহি  বাকখালি  রেঞ্জে  যোগদান করার পর থেকে পাহাড়খেকো  ভূমিদস্যুদের ঘুম হারাম হয়ে গেছে। তিনি বনবিভাগকে রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তিনি প্রতিনিয়ত বনভূমির পাহাড় ভূমিদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন,।।রেঞ্জ কর্মকর্তা  আতা ইলাহীর জন্য জনবল ও প্রশাসনিক ক্ষমতা আরো বাড়ানো দরকার বলে মনে করছেন এলাকাবাসী।।

আরও পড়ুন

×