প্রকাশিত: 14/03/2020
বাজারের গুনগত মান আর গ্রাহক সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ব্যাবসায়িক সততা আর নিষ্টার মাধ্যমে এগিয়ে চলছে স্বস্তি চা !
হাটি হাটি পা পা করে মাত্র কয়েক মাসের দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের মন জয় করে নিয়েছে স্বস্তি চা !
স্বস্তি চা নামক ব্র্যান্ডের এই চা পাতা বাংলাদেশের বিভিন্ন চা বাগান থেকে সংগ্রহ করে উন্নতমানের মেশিনারিজ প্রক্রিয়ায় শোধন করে বর্তমান আন্তর্জাতিক বাজারের সাথে সমন্নত রেখে চা পাতা প্যাকেজিং এবং বিক্রয় করা হয় বলে জানালেন স্বস্তি চা এর মালিক পক্ষের অন্যতম উদ্যেক্তা শ্রী নয়ন চক্রবর্তী !
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের দৌড়গোড়ায় স্বস্তি চা পৌঁছানো হবে বলে জানান আরেকজন উদ্যেক্তা শ্রী বিশ্বজিত সাহা !
স্বস্তি চা ব্র্যান্ডের চা পাতা আরো কলেবর বৃদ্ধিতে সকলের সহযোগীতা কামনা করেছেন উদ্যেক্তারা !