লক্ষীপুরের রায়পুর প্রেসক্লাবের নির্বাচনে মিন্টু সভাপতি, আনোয়ার সম্পাদক

লক্ষীপুরের রায়পুর প্রেসক্লাবের নির্বাচনে মিন্টু সভাপতি, আনোয়ার সম্পাদক

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির নির্বাচনে মাহবুবুল আলম মিন্টু (দৈনিক দিনকাল) সভাপতি ও মোঃ আনোয়ার হোসেন ঢালী (আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পৌর শহরস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে ২৪ জন সদস্যের মধ্যে ২৩ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান মোল্যা (দৈনিক সমকাল), এম.এ করিম সাজু (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আলম (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজীব (ভোরের পাতা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ (আমার সংবাদ), কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ (সংবাদ), মোঃ মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন), নুরুল আমিন ভূঁইয়া দুলাল (মানবকন্ঠ), এমআর সুমন (ইত্তেফাক), মোঃ কামাল উদ্দিন (নয়া দিগন্ত), মুকুল পাটওয়ারী ও মোঃ আব্দুল লতিফ (মানবজমিন)।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, জামশেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ), সদস্য হলেন, মোঃ মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন) ও মিজানুর রহমান মোল্যা (সমকাল)।

এসময় জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রায়পুর থানার অফিসার ইনচার্জ ও ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×