প্রকাশিত: 15/03/2020
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃৃতি পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যেগে গত ১২মার্চ রোজ বৃহস্পতিবার যুগাচার্য স্বামী বিবেকানন্দজীর ১৫৭তম জন্মউৎসব সারাদিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গুনিয়াস্থ শান্তিনিকেতন রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে !
সকাল বেলায় রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সন্মানিত সাধারন সম্পাদক ডাঃ শ্রী নির্মল কান্তি দাশ মহোদয়ের শুভ উদ্ভোদনের মধ্য দিয়ে সম্প্রীতি শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন !
বিকেল ৩ ঘটিকার সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় !স্থানীয় শিল্পী এবং অতিথি শিল্পী বৃন্দের পরিবেশনা ছিলো প্রানবন্ত !
চট্টলার খ্যাতিমান সংগীতজ্ঞ শ্রী রাজেশ সাহা ,শ্রী নরেন চক্রবর্তী সহ বিভিন্ন শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন !
সন্ধ্যার পর পরই ধর্মীয় সন্মেলন অনুষ্টিত হয় !রাঙ্গুনিয়া রামকৃৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী দিপেন সাহা মহোদয়ের সভাপতিত্বে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃৃতি পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী সৌমেন চক্রবর্তী মহোদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ !প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী পূর্ণাব্রতানন্দ মহারাজ !সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সারদা সংঘের প্রাক্তন সভাপতি প্রফেসর রীতা দত্ত !সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিজ্ঞান কলেজের গণিত বিভাগের সন্মানিত অধ্যাপক ডঃ উজ্বল কুমার দেব !৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুর উল্লাহ !বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউ এন টি এন্ড হেড লেক সার্জার বিভাগের কনসালটেন্ট ডাঃ রাজীব সাহা !বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট শ্রী রুবেল পাল !
স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃৃতি পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক শিক্ষক শ্রী চন্দন দত্ত !
ধর্মীয় সন্মেলনের পরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় !
পরে ভক্তদের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয় !