রেলস্টেশন ‘বি’গ্রেড বহালসহ ১১ দফা দাবিতে  আশুগঞ্জে হরতালের সমর্থনে সভা 

রেলস্টেশন ‘বি’গ্রেড বহালসহ ১১ দফা দাবিতে  আশুগঞ্জে হরতালের সমর্থনে সভা 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের মর্যাদা ‘বি’ গ্রেড পুণঃবহাল ও দিনের বেলায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১১ দফা দাবিতে ডাকা হরতাল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৫ মার্চ) সকালে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আশুগঞ্জ উপজেলার সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, ও  পেশাজীবি সংগঠনের নেতারা উপিস্থত ছিলেন। 

জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপ্টি, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী ছাইদুর রহমান, ইলিয়াছ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহীন সিকদার, নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক এ,কে, এম হাবিবুল্লাহ বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আবুল হাসেম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদার রহমান স্বপন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন আশুগঞ্জ শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানবীর আজহার, মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন প্রমূখ। 

সভায় বক্তরা বলেন, আশুগঞ্জ দেশের অনেক শিল্প কারখানাসহ রাষ্টীয় অনেক গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান রয়েছে। সারা দেশে রেলের উন্নয়ন হলেও এখানে তার উল্টো। নিয়মতান্ত্রিক আন্দোলনেও স্থানীয় জনগনের যৌক্তিক দাবী পুরণ না হওয়ায়, রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিশ্রæতি ভঙ্গ ও গাফিলতি করায় কঠোর কর্মসুচি দিতে বাধ্য হয়েছে। দাবী আদায়ে আগামী ২১ তারিখ রেলপথ, সড়কপথ, নৌপথে হরতাল ও অবরোধ করে দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দাবী আদায় করা হবে।   

প্রসংগত. বৃটিশ আমল থেকে আশুগঞ্জ রেলস্টেশনের মর্যদা ‘বি’ গ্রেডে ছিল। ২য় ভৈরব সেতু প্রকল্প বাস্তবায়নের সময় স্টেশনের মর্যদা ‘ডি’ গ্রেড অবনমন করে ও সিগ্যানালিং ব্যবস্থা বন্ধ করে দেয়। স্থানীয় জনগণ জাগ্রত আশুগঞ্জবাসীর ব্যানারে প্রতিবাদ করলে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় জনগণের দাবী মেনে নেয়ার প্রতিশ্রæতি দেন। কিন্ত রেলওয়ে কর্তৃপক্ষ না তা করে উল্টো রেলষ্টেশনের জনবলসহ নানা সুবিধা কমাতে শুরু করে। এর প্রতিবাদ ও রেলস্টেশনের মর্যদা পুণঃবহালসহ ১১ দফা দাবীতে স্থানীয় জনগন বেশ কয়েক মাস ধরে পথসভা, রেল মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসুচি পালন করছেন। কিন্তু স্থানীয় জনদাবী পুরণ না হওয়ায় গত ফেব্রæয়ারি মাসে এক জনসভা থেকে আগামী ২১ মার্চ রেলপথ, সড়কপথ ও নৌপথ অবরোধসহ স্থানীয়ভাবে সর্বাত্মক অর্ধদিবস হরতাল-অবরোধ কর্মসুচি ঘোষনা করে। 

 
 

আরও পড়ুন

×