ঝিনাইদহে করোনা প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাঁধা

প্রকাশিত: 15/03/2020

আতিকুর রহমান, টুটুল

ঝিনাইদহে করোনা প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাঁধা

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করে বিএনপি। এসময় তাতে বাঁধা দেওয়ায় পুলিশ। বেলা ১১ দিকে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড.এম এ মজিদ যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসেরসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। করোনা প্রতিরোধে করনীয় বিষয় সম্বলিত লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। তারা এইচএসএস সড়কের সোনালী বাংকের সামনে, পুরাতন ডিসি কোর্ট এলাকায় লিফলেট বিতরণ শেষে পোষ্ট অফিস মোড়ে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেয়ে ফিরে যায় নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

×