করোনা ভাইরাসের আতংকে জবি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত

প্রকাশিত: 15/03/2020

জবি প্রতিনিধি:

করোনা ভাইরাসের আতংকে জবি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতংকে ১১২ জন শ্রেণি প্রতিনিধির সিদ্ধান্তে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। 

এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জবি শাখা তাদের প্রেস রিলিজে ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি আমলে নিয়ে তাদের পূর্ব নির্ধারিত বেশকিছু প্রোগ্রাম বন্ধ ঘোষণা করে।

 

আইন বিভাগের শিক্ষক জনাব খাইর মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, 'অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি বেশি, কারণ এটা বাংলাদেশে তো বটেই পৃথিবীতেই সব থেকে কম জায়গায় বেশি ছাত্র পড়ানোর রেকর্ডের দাবিদার। একই সাথে এটি বাংলাদেশের সবথেকে ঘন বসতিপূর্ণ জায়গায় অবস্থিত।... পুরো পৃথিবীতেই দেখা যাচ্ছে সামনের দুই সপ্তাহ খুবই ক্রুসিয়াল, এই সময়ে জোর করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা কোনো সমাধান নয়'। 

 

দর্শন বিভাগের ১৩ তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি বলেন, করোনার ভয়াবহতা ছড়ানোর আগে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করতে চাই। কারণ আমাদের ক্যাম্পাস ছোট। এখানে এক জনের হলে ছড়াতে বেশি সময় লাগবে না।  আক্রান্ত শিক্ষার্থীরা তাদের পরিবারে যেয়ে করোনা রোগীর সংখ্যা আরো বৃদ্ধি করবে। আমরা চাই সকল শিক্ষার্থী নিরাপদে সুস্থ থাকুক। 

 

উল্লেখ্য, রোববার দুপুর ২ টায় বিভিন্ন বিভাগের ১১২ জন শ্রেণি প্রতিনিধি সম্মিলিত বৈঠকের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। 

 

আরও পড়ুন

×