প্রকাশিত: 15/03/2020
বেনাপোল চেকপোষ্ট দিয়ে প্রতিদিন ভারতে যেত কমপক্ষে ৭ হাজার পার্সপোট যাত্রী। করোনা আতংকে সেই চেকপোষ্ট এখন যাত্রী শুন্য। বাংলাদেশ থেকে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৩৩ জন ভারতীয় তাদের দেশে ফেরত গেছে। আজ দুপুর পর্যন্ত গেছে মাত্র দেড়'শ যাত্রী। তবে ভারত থেকে আজ দুপুর অবধি কোন ভারতীয় যাত্রি আসেনি। গতকাল সারাদিনে এসে ছিল মাত্র ৫৮ জন ভারতীয়।তবে ভারত থেকে যথারীতি বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছে। বন্দরে করোনা ভাইরাসের কারনে বেনাপোল বন্দরে আমদানি ও রফতানি কোন প্রভাব পড়েনি, স্বাভাবিক আছে।