প্রকাশিত: 16/03/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনায়েতুল্লাহ নাজীম।
এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. সাফিকুন্নাহার, মেডিকেল অফিসার ডা. নূর ই আলম খুশরোজ আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেন, ইপিআই টেকনেশিয়ান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি, দৈনিক দেশ মার’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, কার্যকরী সদস্য দৈনিক দেশ মার স্টাফ রিপোর্টার মাহামুদুল হাসান রুবেল, স্বাস্থ্য পরিদর্শক জগদিশ চন্দ্র মহন্ত, সাংবাদিক হারুন উর রশিদ, সাংবাদিক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।