প্রকাশিত: 18/03/2020
ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির একসভা জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ আসনের এমপি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা আসনের এমপি খালেদা খানম ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সভায় করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং সেই সাথে জনসচেনতা মুলক কর্মকান্ড চালিয়ে যাবারও সিদ্ধান্ত গৃহিত হয়।
এদিকে আসন্ন রমজানে শ্রমিক-পথচারীদের সুপেয় পানি সরবরাহের জন্য ঝিনাইদহে স্থাপন করা হচ্ছে ৭ টি গভীর নলকুপ। সেই সাথে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।
ঝিনাইদহ পৌরসভার আয়োজনে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধে রিক্সা ভ্যান শ্রমিক, পথচারীদের সাবান দিয়ে হাত ধোয়া ও আসন্ন রমজানে রোজাদারকে সুপেয় পানি সরবরাহ করার জন্য এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
শহরের পায়রা চত্বর, মুজিবচত্বর, আরাপপুরসহ ৭ টি স্থানে গভীর নলকূপ স্থাপনা করা হবে। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে সরবরাহ করা হবে সাবান। মূলত পথচারী- শ্রমিকদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা