ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির জরুরী সভা

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা  কমিটির জরুরী সভা

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির একসভা জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ আসনের এমপি আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা আসনের এমপি খালেদা খানম ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সভায় করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং সেই সাথে জনসচেনতা মুলক কর্মকান্ড চালিয়ে যাবারও সিদ্ধান্ত গৃহিত হয়।

এদিকে আসন্ন রমজানে শ্রমিক-পথচারীদের সুপেয় পানি সরবরাহের জন্য ঝিনাইদহে স্থাপন করা হচ্ছে ৭ টি গভীর নলকুপ। সেই সাথে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।

ঝিনাইদহ পৌরসভার আয়োজনে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধে রিক্সা ভ্যান শ্রমিক, পথচারীদের সাবান দিয়ে হাত ধোয়া ও আসন্ন রমজানে রোজাদারকে সুপেয় পানি সরবরাহ করার জন্য এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

শহরের পায়রা চত্বর, মুজিবচত্বর, আরাপপুরসহ ৭ টি স্থানে গভীর নলকূপ স্থাপনা করা হবে। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে সরবরাহ করা হবে সাবান। মূলত পথচারী- শ্রমিকদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা

আরও পড়ুন

×