ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ব্যাংক রংপুরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী শাখা সোনালী ব্যাংক লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন দিনাজপুর সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ-ব্যবস্থাপক আমিনুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার,

ফুলবাড়ী শাখা সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক হাবীবা সুলতানা, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদকত প্লাবন শুভ, থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমুখ। ওয়ার্কশপে জালনোট বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। 

 

আরও পড়ুন

×