প্রকাশিত: 18/03/2020
ঝিনাইদহ শহরে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে মাস্ক বিক্রয়ের অপরাধে অগ্নিবীণা সড়কে আমিন ফার্মেসি কে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কেপিবসু সড়কে মাহবুব এন্ড ব্রাদার্স কে ৫০০০/- জরিমানা ও বিসমিল্লাহ গার্মেন্টস কে ৪০০০/- জরিমানা। সার্বিক সহযোগিতা করেছেন শংকর চন্দ্র নন্দী, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিমসহ এস, আই আব্দুল হাই এ ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন।