প্রকাশিত: 20/03/2020
বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস বর্তমান বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসে পৃথিবীর বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৮ জনের।
চীনে করোনাভাইরাসে আজ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৮ জনের।
চীনকে ছাড়িয়ে এই ভাইরাস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। এখন পর্যন্ত ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৪১ হাজার ৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৫ জন।
প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে সৌদি আরবেও। দেশটিতে এখনও পর্যন্ত মৃত্যুর ঘটনা না থাকলেও সেখানে আক্রান্ত হয়েছে ২৭৪ জন। এর মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন।
এমন পরিস্থিতিতে সৌদির দুই প্রধান মসজিদে জুমার নামাজ বাতিল করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মক্কা ও মদীনার ওই দুই মসজিদে প্রবেশ ও নামাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।ফলে শুক্রবার কেউ এই দুই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না।
মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।