প্রকাশিত: 20/03/2020
করোনা ভাইরাস থেকে কর্মকর্তা-কর্মচারীসহ আগত জনসাধারণকে সুরক্ষা রাখাসহ সচেতন করতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে ।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে বেসিন বসিয়ে এ ব্যবস্থা করা হয়। সেখানে পানিসহ হ্যান্ডওয়াশ ও সাবান রাখা হয়েছে। সাথে রাখা হয়েছে একজন কর্মচারীকে।
তিনি হাত না ধুয়ে প্রশাসনিক ভবনে আগত কাউকেই ঢুকতে দিচ্ছেন না। কর্মকর্তা-কর্মচারী কিংবা সাধারণ জনগণ সবাইকে মানতে হচ্ছে এই নিয়ম। সকলে সাধুবাদ জানান এ ধরণের উদ্যোগ গ্রহণ করায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, উপজেলা পরিষদের জরুরী কাজে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আসেন। করোনাভাইরাসে পুরো বিশ্ব আতঙ্কে রয়েছে।
করোনা ভাইরাস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে তাই কেউ যাতে কারো সংস্পর্শে এসে করোনা ভাইরাস ছড়াতে না পারে এই আশঙ্কা থেকে এবং আগতদের নিরাপদ ও সুরক্ষা দিতেই এই ব্যবস্থা।