প্রকাশিত: 20/03/2020
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রæপ হ্যান্ডবিল ও লিফলেট বিলি শুরু করেছে। বৃহস্পতিবার থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে গ্রুপের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, সুরভি রেজা ও রেজা মোল্লার নেতৃত্বে গ্রুপ সদস্যরা প্রচারপত্র বিলি শুরু করেন।
“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের পক্ষ থেকে বলা হয় মানুষকে সচেতনা সৃষ্টির এই কার্যক্রম আরো প্রসারিত করা হবে। গ্রুপের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু শুক্রবার দুপরে জানান, উদ্বোধনের দিন তারা ঝিনাইদহ সদর হাসপাতাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামহদ বাইপাস, আদর্শপাড়া, বকুলতলা, সোনালী ব্যাংক ও বঙ্গবাজার এলাকায় প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্রে করোনা ভাইরাস কিভাবে ছাড়ায়, লক্ষন. প্রতিরোধের উপায় ও আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সাধারণ মানুসকে অবহিত করা হয়।
“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের উপদেষ্টা কুয়েত প্রবাসি মোরশেদ আলমের সহায়তায় এই কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের এই জনহিতকর কার্যক্রম শহরে বেশ প্রসংশিত হয়েছে।