জন্ম মাসেই সম্মাননা পায় আবিদ আজম!

প্রকাশিত: 26/09/2019

আর যে তানজিদ :

জন্ম মাসেই সম্মাননা পায় আবিদ আজম!

দেশের প্রথম বেসরকারী রেডিও ষ্টেশন রেডিও টুডে-৮৯.৬ এফএমের ‘ব্রডকাষ্ট জার্নালিষ্ট’ হিসেবে–সম্প্রচার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ গত বছরের এই দিনে ‘বিবিএফ-ইয়োথ ইনোভেশন এ্যাওয়ার্ড-২০১৮’ পায় আবিদ আজম। রাজধানীতে বেটার বাংলাদেশে ফাউন্ডেশন আয়োজিত‘এফডিজি বাস্তবায়নে তরুণদের ভূমিকা শীর্ষক’ এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলেদেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব হাসানুলহক ইনু।

এছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত এইচ. ই. মিস সিডসেল ব্লেকেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলী মেহেরী, অষ্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার পেইনি মরটোন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খান সহ আরো অনেকে।

আবিদ আজম ছাড়াও এ পুরস্কার পেয়েছিল আইসিটি ক্ষেত্রে অবদান রাখায় জুনায়েদ আহমেদ পলক, প্রিন্ট মিডিয়ার জন্য দ্য ডেইলি ষ্টারের এলিটা করীম, সঙ্গীতে অবদান রাখায় সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনালসহ বিভিন্ন ক্ষেত্রের মোট ৭ জন তারুণ্যের প্রতিনিধি।

সম্প্রতি আবিদ আজম সরকারী তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত 'প্রশিক্ষক সম্মাননা' অর্জন করেন। পুরষ্কার প্রাপ্তি নিয়ে আবিদ আজম বলে, প্রায় প্রতি বছরে নিজের জন্মমাসে, কাকতালীয়ভাবে ঝুলিতে পুরস্কার যুক্ত হতে চলছে, বিষয়টা একেবারে মন্দ না। আয়োজকদের প্রতি ভালোবাসা জানিয়ে সকলের দোয়া প্রত্যাশা করেন তিনি। তার প্রাপ্তিতে স্বজন, সহকর্মীসহ অজস্র শুভানুধ্যায়ী শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, এই তরুণ লেখক, সাংবাদিক ও উপস্থাপক ২৭ সেপ্টেম্বর মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা- মরহুম আলহাজ্ব মফিজুর রহমান আবু তাহের ও মা- কোহিনূর বেগমের দ্বিতীয় সন্তান তিনি।

 

আরও পড়ুন

×