প্রকাশিত: 22/03/2020
করোনা ভাইরাস বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে আছে সমগ্র দেশ। ভারত সীমান্তবর্তী দেশের সর্ববহৎ স্থল বন্দর বেনাপোলের বাসিন্দা আরো বেশি আতঙ্কিত।
এবন্দরে প্রতিদিন ভারত থেকে হাজার হাজার ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার আমদানিকৃত পন্য নিয়ে এবন্দরে প্রবেশ করছে।
বেনাপোল বাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও এর থেকে পরিত্রান কিভাবে পাওয়া যায় সে বিষয়ে আজ রবিবার (২২ই মার্চ) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের সামনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শতশত ট্রাক ড্রাইভার ও হেলপারদের মাঝে প্রচারনা চালান বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির রবি-আজিম সম্মেলিত ঐক পরিষদের সাধারন সম্পাদক পদপ্রার্থী আজিম উদ্দিন গাজি।
এসময় রবি - আজিম সম্মিলিত ঐক পরিষদের সাধারন সম্পাদক পদপ্রার্থী আজিম উদ্দিন গাজি বলেন, ইউরোপ-মধ্যপ্রচ্যের পর এবার দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে সারাবিশ্বেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ইতোমধ্যেই এটিকে মহামারি আখ্যায়িত করে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশেও করোনা আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এদিকে সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাস আতঙ্ক বাড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ রোধে ট্রান্সপোর্ট মালিক সমিতির সংগঠন রবি -আজিম সম্মেলিত ঐক্যপরিষদ বেনাপোল বন্দর এলাকার প্রতিটি ট্রান্সপোর্ট অফিসে জনসচেতনাতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, ঘনঘন হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, যেখানে সেখানে থুথু ফেলবেন না, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং জনবহুল স্থানে এবং গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করুন।
উক্ত লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মেলিত ঐক্য পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান,অর্থ সম্পাদক পদপ্রার্থী মুছা করিম, দপ্তর সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমান,সদস্য আহসান হাবিব, মহব্বত আলী,ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী আলী আজম দেওয়ান প্রমুখ।