করোনা মোকাবেলায় শিল্পপতি ড. আশরাফ আলী চৌধুরী সারুর এক লাখ টাকা অনুদান

করোনা মোকাবেলায় শিল্পপতি ড. আশরাফ আলী চৌধুরী সারুর এক লাখ টাকা অনুদান

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় এক লাখ টাকা অনুদান দিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিনের কাছে তিনি এ অনুদান প্রদান করেন।

সারু উপজেলার চররমিজ এলাকার বাসিন্দা এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা। দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারুর দেয়া এ অনুদান দিয়ে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি ও মাক্স বিতরণসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিতদেরকে নিরাপত্তাসামগ্রী দেওয়া হবে।

তিনি বলেন, ওই শিল্পপতির মতো সমাজের অন্য বিত্তবানরা এগিয়ে আসলে করোনাভাইরাস প্রতিরোধে নদীভাঙন কবলিত এ এলাকার মানুষের জন্য কাজ করা আরও সহজ হবে।

আরও পড়ুন

×