প্রকাশিত: 23/03/2020
ঝিনাইদহের শৈলকুপায় এক যুবক করোনাভাইরসারে আক্রান্ত হয়েছে সন্দেহ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২২বছর বয়সী ওই যুবক সর্দি-কাশি নিয়ে গত ১৪ মার্চ ঢাকা থেকে নানার বাড়িতে আসে।
সোমবার সকালে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে করোনায় আক্রান্ত সন্দেহে তাকে একটি কক্ষে নিরাপদ স্থানে রেখে রুদ্ধদার বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হলে হাসাপাতালের অ্যাম্বুলেন্স চালকরা তাকে পরিবহনে অপারগতা প্রকাশ করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, ওই যুবক সর্দি-জ্বর-কাশি নিয়ে গত ১৪ মার্চ পৌর এলাকার কাজী পাড়ায় নানার বাড়িতে আসেন।
এ কয়েকদিন তিনি সেখানে অবস্থান করার পর সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে নানা বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পরে সকাল সাড়ে নয় টার দিকে হাসপাতালে আসলে তার শরীরে করোনার সমস্ত লক্ষণ দেখা যায়। অন্যদিকে ঝিনাইদহ সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ আইউব অলী সংবাদমাধ্যম কর্মীদেও জানান জানান, রুগী এখনো ঝিনাইদহে আসেনি । আসার পরেই আমরা বনস সিদ্ধান্ত নিবো তাকে স্থানীয় ভাবে চিকিৎসা করানো হবে নাকি ঢাকাতে পাঠানো হবে।