বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জরুরি আহ্বান : জাতিসংঘ

প্রকাশিত: 24/03/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জরুরি আহ্বান : জাতিসংঘ

করোনাভাইরাসের মহামারী থেকে সংঘাতকবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার জাতিসংঘের সদর দফতরে এক ভাষণে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানান।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, সশস্ত্র সংঘাতকে এখন লকডাউনে পাঠানোর এবং আমাদের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আরো বলেন, বন্দুকের গর্জন থামান, বোমাবর্ষণ ও বিমান হামলা বন্ধ করুন। সংঘাত বন্ধ থাকলে জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম হবে।

উল্লেখ্য, মরণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন পৃথিবীর ১০০ কোটির ও বেশি মানুষ ।

আরও পড়ুন

×