রাঙ্গুনিয়া শারদাঞ্জলী ফোরামের সচেতনতামুলক লিফলেট বিতরন

রাঙ্গুনিয়া শারদাঞ্জলী ফোরামের সচেতনতামুলক লিফলেট বিতরন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রানঘাতি করোনা ভাইরাস। যার যার অবস্থান থেকে সবাই সচেতনতামুলক ভাবে জনগনের পাশে দাড়াচ্ছে ।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম সনাতনি সংগঠন শারদাঞ্জলী ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা শাখার একঝাক সারথী রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করোনা ভাইরাসের সচেতনতামুলক লিফলেট বিতরন এবং  জনগনকে ধারনা দিচ্ছেন ।

গত ২৩মার্চ সোমবার উপজেলার আগুনিয়া চা বাগান এলাকায় সচেতনতামুলক লিফলেট বিতরন করেন ।

শারদাঞ্জলী ফোরাম রাঙ্গুনিয়া উপজেলার সাধারন সম্পাদক শ্রী অভি দাশ বলেন ,মহামারি আকারে ধারন করেছে এই করোনা ভাইরাস ।

দেশের এই দুর্দিনে শারদাঞ্জলী ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা শাখার সকল সারথীবৃন্দ প্রশাসনকে সহযোগীতা করবে !জনগনকে ধারনা দিয়ে যাবে প্রতিনিয়ত ।

আরও পড়ুন

×