প্রকাশিত: 26/03/2020
ভয়াল ২৫শে মার্চ কালরাতে শহীদ, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে নিহত ও চিকিৎসাদানকারীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে উপজেলা শাখা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত বুধবার রাত ৮টায় বেগম আলতাফুন্নেসা মাল্টিমিডিয়া স্কুল চত্বরে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে উপজেলা শাখা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি জয়প্রকাশ গুপ্তের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডমৈনিক ক্যাডেট, উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএসএম নূরুজ্জামান জামান, অন্যতম সদস্য প্রভাষক গোলাম কিবরিয়া, সদস্য মোসলেম উদ্দিন প্রমুখ।