ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত

ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত

ঝিনাইদহে আজ বৃহস্পতিবার স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।

প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে দিবসটি স্বল্প পরিসরে পালন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।

আরও পড়ুন

×