নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে গাড়িতে  জীবাণুনাশক স্প্রে ছিটালেন রাঙ্গুনিয়া মডার্ণ ব্লাড ডোনেশন ক্লাব

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে গাড়িতে  জীবাণুনাশক স্প্রে ছিটালেন রাঙ্গুনিয়া মডার্ণ ব্লাড ডোনেশন ক্লাব

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার(২৬ মার্চ) আর.এম.বি.ডি.সি প্রবাসী পরিষদের সার্বিক সহযোগিতায় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাঙ্গুনিয়ায় প্রতিটি স্পটেস্পটে ও উপজেলার প্রবেশমুখে আগত গাড়িতে জীবাণুনাশক স্প্রে,ও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্সদের সুরক্ষার জন্য স্বাস্থ্য প্রতিরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার রাজিব পালিত'র হাতে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন ক্লাবের উপদেষ্টা সৈয়দ আবুল মনসুর মেম্বার এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়োমেডিকেল গবেষক এস এম ইকরাম হোসাইন । ক্লাবের এডমিন এম. আর মামুনুল হক বলেন,বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস আতঙ্কিত  দেশ তথা রাঙ্গুনিয়ার মানুষের স্বাস্থ্যগত সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সরকার ও প্রশাসনকে সব ধরণের সহযোগীতা করতে প্রস্তুত মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব(আর.এম.বি.ডি.সি)। তিনি আরও  বলেন, রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব প্রবাসী পরিষদ এর সার্বিক সহযোগীতায় সম্পাদিত কার্যক্রমে ৮০জন সদস্যের স্বেচ্ছাসেবকরা রাঙ্গুনিয়ার বিভিন্ন স্পটে  যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে কাজ করে যাচ্ছেন বিগত ৩ দিন ধরে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।ক্লাবের এডমিন রবিউল মোস্তফা'র পরিচালনায় কার্যক্রমের বিভিন্ন স্পটে দায়িত্ব ছিলেন ক্লাবের প্রতিষ্টাতা এডমিন- শওকত ওসমান, শহিদুল ইসলাম মুন্না, সরোয়ার আজম, এডমিন-রাজ্জাক হোসেন রোকন, হোসাইন ইমরান,সোলাইমান,ইয়াসিন আরফাত প্রমুখ।

আরও পড়ুন

×