প্রকাশিত: 26/03/2020
করোনাভাইরাসের প্রভাবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাট-বাজারসহ রাস্তাঘাটে সমাগম ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সবকিছুই ছিলো বন্ধ। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হলেই পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। অপরদিকে সেবাবাহিনীর গাড়ি টহলসহ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলকে সতর্ক করতে দেখা গেছে।
সকাল থেকেই বাড়ার মনিটরিংসহ সকলকে সতর্ক করেন এবং জনসমাগম রোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামসহ থানার পুলিশ সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার ঘুরে দেখা গেছে, কয়েকটি ওষুধের দোকানসহ খাদ্যের দোকান ছাড়া কোন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিলো না। শহর থেকে কোন দূর পাল্লার বাস চলাচল করেনি। রয়েছে রিকশা-ভ্যান চালকরা। তাদেরকেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বাসায় যাওয়ার জন্য বলা হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম বলেন, জনসমাগম ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসন ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। সকলকে সতর্ক করে ঘরে থাকার জন্য বলা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে যেতে পারবে না। কোথাও বসে আড্ডা কিংবা জনসমাগম করলেই ব্যবস্থাগ্রহণ করা হবে। সকাল থেকে থানা পুলিশকে নিয়ে বাজার মনিটরিংসহ জনসমাগম ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন ও রাস্তায় চলাচল না করতে মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। #