ফুলবাড়ী সরকারি কলেজের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ফুলবাড়ী সরকারি কলেজের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার দুস্থদের মাঝে বিনামূল্যে বিরতণ করেছে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, পৌরবাজার ব্যবসায়ী, কলেজ স্টাফসহ পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করেন তারা।
স্যানিটাইজার তৈরির কাজ পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজমুল হক। এসময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মো. মোতাহার হোসেন উজ্জ্বল, প্রভাষক এরশাদ হোসেন, রসায়ন বিভাগের শিক্ষার্থীসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. তহিদুজ্জামান রাসেল, সহসভাপতি নাসিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ ও প্রচার সম্পাদক তানভির আহম্মেদ প্রমুখ।
কলেজের রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রায় ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নজমুল হক বলেন, এইসময়ে পুরো বিশ্ব করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে। আমাদের সকলের উচিৎ করোনাভাইরাস মোকাবিলায় সচেতন থাকা। বিভিন্নভাবে সবাইকে করোনা থেকে মুক্ত রাখার জন্য কাজ করে যাওয়া। 
 

আরও পড়ুন

×