প্রকাশিত: 27/03/2020
হতদরিদ্র ফারুকের ৯টি গরুই সম্বল ছিল। আজ তিনি সিঃস্ব। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু। আর অগ্নিদগ্ধ ৪টি গরু জবাই করে গোস্ত বিক্রি করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে। স্থানীয় পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফারুক হোসেন জানান,তিনি বাজার থেকে ৩০/৩৫ হাজার টাকা করে গরু কিনে পালন করতেন। গরুগুলোর দাম ৬০/৬৫ হাজার টাকা হলেই বাজারে বিক্রি করে দিতেন। এতে তার বেশ ভালই লাভ হতো। তার গোয়ালে এমন ৯টি গরু ছিল। বুধবার রাত সাড়ে তিনটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। গরুর গোয়ালে মশার কোয়েল জ্বালানো ছিল। সেখান থেকে আগুন লেগে ৫টি তরতাজা গরু পুড়ে মারা যায়। বাকী দগ্ধ ৪টি গরু জবাই করে অল্প দামে গোস্ত বিক্রি করেছেন। তারপরও তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।