প্রকাশিত: 27/03/2020
এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার (২৭ মার্চ) ডাওনিং স্ট্রিট এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে করোনা আক্রান্ত হলেও বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শরীলে সামান্য উপসর্গ প্রকাশ পেয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।
শুক্রবার আইসোলেশনে থেকে বিষয়টি নিশ্চিত করে বরিস জনসন যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে টুইটবার্তায় বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গগুলো বৃদ্ধি পাওয়ার পর আমার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।
টুইটবার্তায় করোনা আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এখন সেলফ আইসোলেশনে আছি, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব। করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে লড়াই করব।
উল্লেখ্য, পৃথিবীর ১৯৭ টি দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত আছেন ৫,৪৯,০৭০ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪,৮৬২ জন। এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১,২৮,৬২০ জন।