প্রকাশিত: 28/03/2020
দিনাজপুর জেলার অন্যতম ব্যস্তশহর ফুলবাড়ী। যে শহরে যানবাহনের দীর্ঘ যানযটসৃষ্টি হতো, সে সড়কে আজ শুধুই হাতে গোনা দু’চারটা রিকশা ভ্যান। সড়কের দুপাশই প্রায় ফাঁকা।
যেন বেমানান লাগছে শহরটিকে। নিত্যযানজটে ঢাকা মোড় থেকে হাসপাতাল মোড় পেরোতে আধাঘণ্টারও বেশি সময় নষ্ট হয়, সেখানে শুধু দু’চারটি ব্যাটারিচালিত রিকশা-ভ্যান দাপিয়ে বেড়াচ্ছে। জনশূণ্যে যেনো শহর বড়ই বেমানান মনে হচ্ছে।
ঢাকামোড় এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তাঘাট প্রায় ফাঁকা। তিন রাস্তার মোড়ে যানবাহনের কোন জটলা নেই, নেই কোন হৈচৈ। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার পাশাপাশি দু-একটি করে সিএনজি চলতে দেখা গেলেও যাত্রী বলতে ছিলেন দু-চারজন।
নিমতলা মোড়ে গিয়ে দেখা যায়, সেখানেও যানবাহনের কোনো জটলা নেই। নেই রাস্তার মোড়ে যাত্রীদের অপেক্ষার সারি। দোকানপাটও তেমন খোলা নেই।
রিকশা চালক আব্দুল জব্বার ও সাইফুল ইসলাম বলেন, রাস্তাঘাটে কোন লোকজন নেই। সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ভাড়া পাওয়া গেছে মাত্র তিন/চারটি।
শহরে তো কোন মানুষ ঘরের বাহিরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার বাসায় ঢুকে যাচ্ছেন।