বাংলাদেশের চা বাগানগুলো জরুরী লকডাউন করার অনুরোধ শ্রমিকদের !

বাংলাদেশের চা বাগানগুলো জরুরী লকডাউন করার অনুরোধ শ্রমিকদের !

পুরো  বিশ্ব আজ থমথমে ,সবকিছু বন্ধ ঘোষনা করেছেন রাষ্ট পক্ষ !২৮ মার্চ  রাঙ্গুনিয়ার বিভিন্ন চা বাগানে পরিদর্শনে গেলে খুব ক্ষোভ দেখা যায় চা বাগান শ্রমিকদের মধ্যে !

নামপ্রকাশে অনিচ্ছুক অনেক শ্রমিক জানতে চায় বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা করোনা ভাইরাসটি বোধ হয় চা বাগানের শ্রমিকদের মাঝে ছড়াবে না !তাই তো আজও বাংলাদেশের চা বাগানগুলো বন্ধ ঘোষনা করেনি কতৃপক্ষ !

আজ যেখানে সারা বাংলাদেশ হোম কোয়ারেন্টিনে থেকে নিজেদের রক্ষা করছে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য !সেখানে আমরা চা বাগানের শ্রমিকেরা সকাল থেকেই ছুটছি কাজের তাগিদে !

আমাদের খোঁজ খবর নেয়ার মতো যেন কেউ নেই !

আজো জানা যাচ্ছে না ,চা বাগানের কাজ কবে বন্ধ হবে !

এমতাবস্থায় চা বাগানের শ্রমিক ,কর্মচারী ,কর্মকর্তাদের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অনতিবিলম্বে চা বাগান বন্ধ ঘোষনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে চা বাগানে কর্মরত লাখো কর্মচারী !

আরও পড়ুন

×