প্রকাশিত: 28/03/2020
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতন মহল আজ সোচ্চার !শুদ্ধভাবে পরিস্কার পরিচ্ছন্ন থাকলেই রক্ষা পেতে পারে এই মরনঘাতী থেকে !
বিভিন্ন সামাজিক সংগঠন নিজেদের অবস্থান থেকে যে যেভাবে পারে সমাজের মানুষকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে অবিরত !
তারই ধারাবাহিকতায় ২৮ মার্চ শনিবার সারাদিনব্যাপী রাঙ্গুনিয়ার অন্যতম সামাজিক সংগঠন শান্তিনিকেতন ইছামতি একতা সংঘের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে জীবানুনাশক ঔষধ ছিটাচ্ছে এবং হাত ধুয়ে দিয়ে প্রত্যেকটিকে মানুষকে সচেতন করে তুলছে !
সংগঠনের একঝাঁক কর্মীদের এই রকম কাজের প্রসংশা করেছেন সমাজের সুধী মহল !
বিগত সময়েও দুর্যোগ মুহুর্তে সহায়তার হাত বাড়িয়েছিলো ইছামতি একতা সংঘ !!