প্রকাশিত: 28/03/2020
লক্ষ্মীপুরস্থ কমলনগর উপজেলায় আজ ২৯র্মাচ (শনিবার)সকালে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়ূয়া শিক্ষার্থীদের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক,সাবান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলামের কনিষ্ঠ শন্তান কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুল ইসলাম দোলন । তারা প্রায় ১৫০ জনের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ছাড়া ও চাল,ডাল,আলু,পেঁয়াজ ,তেল ও লিফলেটসহ প্রয়োজনী অন্যান্য উপকরণ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ব্যাংকের কর্মকতা, সহ অনেকে গণ্যমান্য ব্যাক্তিগণ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জিহাদ(চ বি),শরিফুল ইসলাম(ঢা বি),ইব্রাহিম হোসেন সানিম(জ বি),সাইয়্যেদ মুসান্না রনি(ব বি), সোহাগ(ঢা বি), আশরাফুল(ঢা বি), ফাহাদ(চুয়েট),সাজিদ(চুয়েট),রাহাত(চ বি),অনিক(নো বি প্রবি),অপি(তিতুমীর),সজিব(তিতুমীর)।